স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ দায়ের

জয়পুরহাটের পাঁচবিবিতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে আনারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তারা সম্পর্কে চাচা-ভাতিজি।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সম্পর্কিত খবর
জানা গেছে, বিকেলে ওই স্কুলছাত্রী ঘরে টিভি দেখছিলো। মা-বাবা দু’জনেই বাড়ির বাহিরে থাকায় প্রতিবেশী চাচা আনারুল ইসলাম কৌশলে মেয়েটির ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বখাটে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে মেয়েটির মা-বাবা বাড়ি ফিরে বিষয়টি জানাতে পেয়ে পরিবারের লোকজন সঙ্গে নিয়ে রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীণ আছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি