চাঁপাইনবাবগঞ্জে কারাগারের কয়েদির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত কয়েদি মো.মুরশেদ আলী (৪৫) সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা শুরুর পরপরই সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মুরশেদ আলী জেলার ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
সম্পর্কিত খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপারিনটেন্ডেন্ট মজিবুর রহমান মজুমদার বলেন, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত মুরশেদ গত বছরের ২৬ নভেম্বর থেকে এই কারাগারে রয়েছেন। মাদকাসক্তির কারণে মাঝে মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। তাকে এর আগেও একাধিকবার কারা হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো কলেন, এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের পর বিকেলে কারা কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/জিএস