জীবিত থেকেও ২০০৮ সাল থেকে মৃত এই শিক্ষক

আগামী ১০ মার্চের মধ্যে করোনা টিকা গ্রহণের নির্দেশনা রয়েছে দেশের সব শিক্ষকদের। কিন্তু সিলেটের জকিগঞ্জের ভটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাদির শত চেষ্টা করেও ভোটার আইডি নম্বর না থাকায় টিকা নিতে পারছেন না। ইএফটিতে (বৈদ্যুতিক তহবিল স্থানান্তর) বেতন হচ্ছে না, ফিক্সেশনও সম্ভব হচ্ছে না এই শিক্ষকের। কারণ মৃত বলে উল্লেখ করে ভোটার তালিকা থেকে তাকে বাদ দিয়েছে নির্বাচন অফিস।
এ বিষয়ে শিক্ষক আব্দুল কাদির বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন ভোটার তালিকায় জকিগঞ্জে নাম না পেয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার স্ট্যাটাস শুন্য অর্থ্যাৎ মৃত বলে বাদ দেওয়া হয়েছে বলে জানান। সমাধান হিসাবে আবেদন করতে বলতে তিনি ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি আবেদন করেন। কিন্তু আজ পর্যন্ত তার সমাধান হয়নি।
সম্পর্কিত খবর
তিনি বলেন, ‘২০০৮ সালের ১৫ জুন একই এলাকার পশ্চিম কসকনকপুরের ৯১২৮২০৬২৩৩৭৮ নং ভোটার মৃত্যু বরণ করলেও এখনো তার নাম তালিকাভুক্ত আছে, কিন্তু আমি জীবিত থেকেও আমাকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
আক্ষেপ করে শিক্ষক আব্দুল কাদির বলেন, ‘২০০৮ সাল থেকে আমি মৃতই রয়ে গেলাম। জীবিত থেকেও জীবিত হতে পারলাম না।’
নির্বাচন অফিস সূত্র জানায়, একই এলাকার আব্দুল কাদির নামে অন্য একজন ব্যক্তি মারা যান। তথ্য সংগ্রহকারী ভুলক্রমে তার আইডি নম্বর উল্লেখ করে রিপোর্ট প্রদান করায় এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদনান সাকিব বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যত দ্রুত সম্ভব সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: ২৯ বছর গবেষণার পর ইসলাম গ্রহণ করলেন জবি শিক্ষিকা
মেসে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ
শিক্ষক পদে যোগ দিতে না পারাদের জন্য নতুন নির্দেশনা
‘শিক্ষামন্ত্রীকে কলিমউল্লাহর বিষোদগার অনভিপ্রেত’
ওড়না ঠিক না থাকায় রাবির দুই ছাত্রীকে হয়রানির অভিযোগ
চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বাংলাদেশি তাহমিনা
পূর্বপশ্চিমবিডি/এসএস