ঝিনাইদহে নবনির্বাচিত কাউন্সিলর কারাগারে

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবু হানিফকে মাদক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে পৌর শহরের দুধসারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কাউন্সিলর আবু হানিফ ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। গত ১৬ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
সম্পর্কিত খবর
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুহাইমিনুল ইসলামের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মান্নানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কোটচাঁদপুর থানার একটি মাদক মামলায় গত ২২ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত। আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস