বিষপানে দুই বোনের আত্মহত্যা

গোপালগঞ্জে বিষপান করে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। বুধবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আত্মহননকারীরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালারচর গ্রামের মো. দেলোয়ারের স্ত্রী প্রীতি বেগম (১৮) ও একই গ্রামের মো. শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৮)।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পূর্বপশ্চিমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজেদের বাবার বাড়িতে দুই চাচাতো বোন বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষযটি টের পেয়ে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে দুই বোন মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে বিষপান করার কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর তাদের মৃত্যুর বিষয়টি জানা যাবে।
পূর্বপশ্চিমবিডি/আইএইচই