সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কর্তব্যরত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর কলাপাড়ার স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সদস্য এনামুল হক, অমল মুখার্জী, জসীম পারভেজ, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এস,কে রঞ্জন, সাধারণ সম্পাদক সুজন মৃধা, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
সম্পর্কিত খবর
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. ফরুক হোসেন, নীলতন কুন্ডু প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/এসএস