হিলিতে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৬

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) করোনা ভাইরাসের টিকাদান কর্মস‚চির উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩শ জন নিবন্ধন করেছেন। টিকার কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। প্রথম ধাপে ৩ হাজার টিকা প্রদান করা হবে।
সম্পর্কিত খবর
আজকে প্রথম টিকা নেন পানামা হিলি পোর্ঠ লিংক লিমিটেডের গণ সংযোগ কর্মতর্দা সোহরাফ হোসেন মল্লিক প্রতাব।
এ সময় উপজেলা নিবার্হী অফিসার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম