ভারতের সেফ হোমস থেকে দেশে ফিরলো ৩৮ বাংলাদেশি

পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমসে আটক ৩৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন। সোমবার (২৫ জানুয়ারি) বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এসব বাংলাদেশিকে পরবর্তীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদের মধ্যে পুরুষ মহিলার পাশাপাশি শিশুও রয়েছে।
সম্পর্কিত খবর
উপ-হাইকমিশন কলকাতা সূত্র জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আটককৃতদের দেশে পাঠানো সম্ভব হয়েছে। ভারতে আটককৃত এসব বাংলাদেশিকে দেশে পাঠাতে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর ফিরে যাওয়ার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।
পূর্বপশ্চিমবিডি/ এনএন