হাতীবান্ধায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

লালমনিরহাটের হাতীবান্ধায় এসমোতারা নামে এক গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
এ ঘটনায় গত ১৭ জানুয়ারি পাষন্ড স্বামী নূর মোহাম্মদকে প্রধান আসামি করে আরো তিন জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় অভিযোগ তিনি।
সম্পর্কিত খবর
অভিযুক্তরা হলেন, গৃহবধূর স্বামী নূর মোহাম্মদ, ননদ নুর নাহার ও মঞ্জুয়ারা।
জানা গেছে, প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় তাদের। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভালোই চলছিলো তাদের সংসার। তবে সন্তান দুটি জন্মের পর থেকেই কারনে অকারনে ওই গৃহবধূকে মার ধরেন পাষন্ড নূর মোহাম্মদ। এমতাবস্থায় গত ১১ জানুয়ারি ওই গৃহবধূকে কোন কারণ ছাড়াই মারধর করেন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে এসমোতরা বলেন, আমার স্বামী আমাকে প্রায় কারণে অকারণে মারেন। আমাকে বাড়ি চলে যেতে বলে। না হলে গলায় দড়ি অথবা বিষ খেয়ে মরতে বলে। এমনকি আমার স্বামী আবারো বিয়ে করতে চায় আর বলে তুই চলে তোকে নিয়ে আর থাকতে চাই না। এসব কথা বলেন আর মারধর করেন। তাই ন্যায় বিচারের জন্য আমি থানায় মামলা করেছি। নূর মোহাম্মদ বলেন, মারধর করা হয়নি। শুধু বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। কারণ ওর চরিত্র ভালো না।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএস