বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভা চলছিল। শুক্রবার ছিলো সভার শেষ দিন। সভায় মালামাল বিক্রি করতে আসা দোকানিদের জন্য হাইস্কুলের মাঠে জায়গা করে দেয়া হয়। সেখানে সকালে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন এক বিক্রেতা। এ সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন।
সম্পর্কিত খবর
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পূর্বপশ্চিমবিডি/জিএস