পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১৯:৩৭

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নীলফামারীর জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা না দিলে তাকে আরো ছয় মাস কারাগারে থাকতে হবে।
সম্পর্কিত খবর
সাজাপ্রাপ্ত আজগার আলী (৪৫) জেলার সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
আদালতের বিশেষ পিপি রমেন্দ্রনাথ বর্ধন বাপী মামলার নথির বরাতে জানান, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে আজগার তার এক পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। মামলার পর ওই বছরই তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে বলে জানান পিপি রমেন্দ্রনাথ বর্ধন বাপী।
পূর্বপশ্চিমবিডি/এনএন