প্রাইভেট কার ভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ধরা

প্রাইভেট কার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে র্যাব। সোমবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লার কোতয়ালি থানাধীন চাঁনপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সম্পর্কিত খবর
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সকালে কোতয়ালি থানাধীন চাঁনপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেট কারে করে গাঁজা পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। এ সময় প্রাইভেট কার তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি থানার কালিকাপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরমান (৩২)।
র্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। এ বিষয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম