আখাউড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি কাজল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. তাকজিল খলিফা কাজল। বুধবার (১৩ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করে। আওয়ামী লীগের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগেও আখাউড়া পৌরসভা নির্বাচনে টানা দুইবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল।
সম্পর্কিত খবর
চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্টভাজন হিসেবে পরিচিত মেয়র কাজল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সংবাদ পাওয়ার পরপরই তার সমর্থকরা বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে আনন্দ-উল্লাস প্রকাশ করে।
দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মো. তাকজিল খলিফা কাজল বলেন, দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ণ করেছে। এখন দলের সবস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো।
এ সময় তিনি দল ও আইনমন্ত্রী আনিসুলহকসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস