নৌকার তিন কর্মীকে মারধর, আটক ৩

বরগুনা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর তিন কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে বরগুনার পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়নে এ হামলার ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- বাপ্পি (২৭), রাসেল (৩৫), ইশতি (২০)। তারা বরগুনা সদর থানা পুলিশের হেফাজতে আছেন।
সম্পর্কিত খবর
নৌকা প্রতীকের প্রধান এজেন্ট অ্যাডভোকেট মো. শাহজাহান বলেন, বরগুনা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের কর্মী ও সমর্থকরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও মারধর করে। এতে আমাদের তিন কর্মী ও সমর্থক আহত হন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে তিন কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি