সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রঞ্জন গ্রেপ্তার
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ১৩:০১

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লা থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত খবর
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনের নামে দু’টি মামলায় ওয়ারেন্ট থাকায় রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হবে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি