দেশের সর্বনিম্ম তাপমাত্রা দিনাজপুরে
ঠান্ডায় কাতর ছিন্নমূল মানুষ, আগুন জ্বালিয়ে নিবারণের চেষ্টা

দিনাজপুরে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ম তাপমাত্রা বিরাজ করছে। ফলে ঠান্ডায় কাতর ছিন্নমূল মানুষেরা, আগুন জ্বালিয়ে নিবারণের চেষ্টা করছে। দিনাজপুরে ৭.১ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করছে। গত দুইদিন ধরে ঠান্ডায় জেঁকে বসেছে। যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।
আবার হিমালয়ের হিমেল ঠান্ডা বাতাস আর ঘনকুয়াশায় ছিন্নমূল মানুষগুলো কাতর হয়ে পড়েছে। খড়কুটি দিয়ে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছে তারা। কাজের সন্ধানে কনকনে ঠান্ডা উপেক্ষা করে বের হলেও তেমন কাজ পাচ্ছে না খেটে খাওয়া নারী পুরুষ শ্রমিকেরা। পরিবার পরিজন নিয়েও দুশ্চিন্তায় রয়েছে খেটে মানুষেরা। ভোরের দিকে হিমেল হওয়া যেন ঠান্ডার মাত্রা আরো বৃদ্ধি করে।
সম্পর্কিত খবর
ভোরের দিকে কুয়াশা ও শিশির কনা ঠান্ডা স্থায়ী করে রাখে। মোটা কাপড় পড়ে বের হতে হয়। ভোরের দিকে কুয়াশ্য়া চারদিক ডাকা থাকে। নিম্ম আয়ের মানুষের মোটা কাপড়ের আপেক্ষায় আছে। বিশেষ করে বয়স্ক মানুষের কম্বলের প্রয়োজন।
শ্রমিক বাজারের শহরের ষষ্ঠীতলায় কাজের সন্ধানে আসা মহিবুল হক (৫৩) জানান, বাড়িতে ৫ জন খায়নেওলা। প্রতিদিন কাজ করি তারপর তাদের খাওয়া হয়। কয়েকদিন ধরে প্রচন্ডায় ঠান্ডায় কাজ করতে পারি না। আমার মত অনেক নারী পুরুষ শ্রমিক কাজের সন্ধানে এসে বসে আছে কেউ তেমন কাজ পাচ্ছে না। আর আজ ঠান্ডা অনেক বেশি।
নারী শ্রমিক ময়না বেগম বলেন, দুই চারজন পুরুষ শ্রমিক কাজ করতে পারলেও নারী শ্রমিকদেরকে কাজে নিচ্ছে না। তাই এই ঠান্ডার মধ্যে পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি। সরকারি বা বেসরকারিভাবে কোন শীতের বস্ত্রও পাইনি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল হোসেন জানান, আজ ভোর দিনাজপুরে দেশের সর্বনিম্ম তাপমাত্রা নেমে আসে ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ।
দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ৫৩ হাজার কম্বল পেয়েছিলাম তা দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১শত ৪টি ইউনিয়ন ও ৯টি পৌর সভার মধ্যে ভাগ করে দিয়েছি তা তারা বিতরণ করেছেন। আর দূর্যোগ–ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি উপজেলার জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরাদ্দকৃত বিতরণ করা হয়েছে। সেই অর্থ দিয়ে শীত বস্ত্র ক্রয় করে তা বিতারণও করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম