সাংবাদিক আসলাম হোসেন মারা গেছেন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ২১:০৬

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক হারুন-অর-রশিদ।
সম্পর্কিত খবর
নির্বাহী সম্পাদক হারুন-অর-রশিদ জানান, গত নভেম্বর মাসে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে ছাড়াও বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস