কুয়াশার চাদরে মোড়ানো রংপুর

এমন ঘন কুয়াশা বছরের মধ্যে আজই প্রথম। আর এমন ঘন কুয়াশায় রংপুর নগরী পুরোপুরি ঢেকে গিয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো রংপুর আর রাস্তাজুড়ে মোটরসাইকেল, অটো, বাসসহ যানবাহনগুলোতে লাইট জ্বালানোই ছিল। সামনে ৫০ মিটাররের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না।
এমন আবহাওয়া ভর করলেও নগরবাসীর জীবনযাপন ছিল একদম স্বাভাবিক। তারা ঘন কুয়াশা উপেক্ষা করে অফিস-আদালতসহ তাদের কর্ম ক্ষেত্রে যান অনেকে আবার ‘ঘনকুয়াশা স্নানে’ বের হয়ে যান রাস্তায়। অনেকেই রোদ পোহাতে সূর্যের অপেক্ষা করলেও সকাল ১০টা পর্যন্ত রংপুরে সূর্যের দেখা মেলেনি।
সম্পর্কিত খবর
আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি।
কুয়াশার কারণে বর্তমানে দৃষ্টিসীমা ২শ’ মিটারের নিচে নেমে এসেছে। ভোর থেকে প্রধান সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম