বগুড়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, আনসার সদস্যকে এসিড নিক্ষেপ

বগুড়ার গাবতলী উপজেলায় রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। উপজেলার পীরগাছা এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর রাতে ডাকাতরা ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। কর্তব্যরত আনসার সদস্যদের প্রতিরোধ করে। এসময় ডাকাতদের নিক্ষেপ করা এসিড ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছে।
সম্পর্কিত খবর
রূপালী ব্যাংকের সাবেকপাড়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে দুই ব্যক্তি ভবনের ছাদ দিয়ে দোতলায় আসে। তারা কৌশলে দোতলায় থাকা শাখার মূল ফটক কেটে ভেতরে ঢুকে পড়ে। এসময় তাদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা আনসার সদস্য হাবিবুর রহমানের শরীরে এসিড নিক্ষেপ করে এবং মাসুদ রানাকে ছুরিকাঘাত করে। তবে শেষ পর্যন্ত তাদের প্রতিরোধের মুখে ফের ছাদ দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। আহত দুই আনসার সদস্যকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ক্লোজ সার্কিট ক্যামেরায় দুজনকে দেখা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আলামত সংগ্রহের জন্য সকাল থেকে রূপালী ব্যাংকের ওই শাখায় লেনদেন বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/জিএস