ময়মনসিংহসহ ৩ জেলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জনসাধারণের মাঝে করোনাভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসেচতনতার লক্ষে রমনা রেজিমেন্ট ৫ বিএনসিসি ব্যাটালিয়ন ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলাতে সপ্তাহব্যাপী (১৯ থেকে ২৫ ডিসেম্বর) সামাজিক কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর টাইনহল প্রাঙ্গণে ময়মনসিংহ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রমনা রেজিমেন্টের কমান্ডার লেফট্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ প্রমুখ।
সম্পর্কিত খবর
পরে একটি র্যালি টাউন হল থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাইন হলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জনগণের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও মশারি বিতরণ করা হয়। এসময় ময়মনসিংহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন ক্যাডেট, বিভিন্ন প্লাটুনের পিইউও টিইউগণ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে।
প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, বিএনসিসি করোনাকালে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অতীতেও দেশের বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম