গফরগাঁওয়ে যুব মহিলা লীগের মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব মহিলা লীগ ও পৌরসভা যুব মহিলা লীগের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে খান বাহাদুর ইসমাইল সড়কে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করে।
সম্পর্কিত খবর
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা, যুগ্ম আহবায়ক রেহনুমা তারানুম দিতি, সেলিনা আক্তার, পারভীন আক্তার, পৌরসভা যুব মহিলা লীগের আহবায়ক মর্জিনা আক্তার, যুগ্ম আহবায়ক পারভীন আক্তার প্রমুখ।
বক্তারা মানববন্ধনে ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় উন্মাদনার সৃষ্টি কারি উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ ও কঠোর হস্তে দমনের দাবি করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম