সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানর মৃত্যু
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ১৩:০২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (নুরু মন্ডল) মোটরসাইকেলযোগে আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে একটি ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় কুড়িগ্রামের কাঠালবাড়ি এলাকায় তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রলিটি আটক করেছে।
সম্পর্কিত খবর
পূর্বপশ্চিমবিডি/এসএস