টাঙ্গাইলে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন কোরআন অবমাননার প্রতিবাদে জলছত্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তন্ময়কে আটক করে। পরে আন্দোলনকারীরা কঠিন শাস্তির দাবী জানিয়ে অবরোধ তুলে নেয়। তন্ময় ওই এলাকার অশোক বাবুর ছেলে।
মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
অরণখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ও অভিযুক্তকে আটকের দাবিতে সড়ক অবরোধ করে। দুপুরে পুলিশ এসে অভিযুক্ত তন্ময়কে আটক করলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন।
এ প্রসঙ্গে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় কুমার বিশ্বাস (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/ এনএন