৫ বছরের শিশু ধর্ষণ মামলায় ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাড়ির পাশে বিলে একটি নৌকায় শিশুটি ধর্ষণের শিকার হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে তিনি রক্তাক্ত অবস্থায় মেয়েকে নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতাল থেকে খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে। এ সময় আলামত হিসেবে শিশুর রক্তমাখা প্যান্ট জব্দ করা হয়। পরে রাতে শিশুটির মা বাদী হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেন।
সম্পর্কিত খবর
বৃহস্পতিবার পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়। পরে আদালতে শিশুটির ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। আদালত শিশুটিকে মায়ের জিম্মায় দেয় ও অভিযুক্ত কিশোরকে হাজতে পাঠায়। মামলার তদন্ত চলছে বলেও জানান পরিদর্শক মিজান।
পূর্বপশ্চিমবিডি/ এনএন