মাদারীপুরে ভেজাল খাদ্য কারাখানায় এনএসআইর অভিযান, কারখানা সীলগালা

মাদারীপুরে শিশুদের ভেজাল খাদ্য, নকল হ্যান্ড সানিটাইজার ও কসমেটিক্স তৈরি কারাখানায় অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
এ সময় এনএসআই’র কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কারাখানার মালিক আব্দুর রশিদ মুন্সী পালিয়ে যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে কারখানার অন্য শ্রমিকদের সহযোগিতায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পর্কিত খবর
জাতীয় গোয়েন্দা সংস্থার মাদারীপুরের উপ-পরিচালক মো. সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কারখানাটিতে শিশুদের ভেজাল খাদ্য, বিভিন্ন ধরনের নকল প্রসাধনী, জীবানুনাশক তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা। পরে কারাখানাটি সীলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ