৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার

জয়পুরহাট ও পাঁচবিবি এলাকার মোট ৫ হাজার মানুষকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন এক ব্যবসায়ী।
শুক্রবার (২২ মে) বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ কামাল রাসেল এসব উপহার দেন। দানেজপুর, আটাপুর ইউনিয়ন পরিষদ ও মোহাম্মদপুর এলাকায় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি সেমাই ও ১ কেজি চিনি দেওয়া হয়।
সম্পর্কিত খবর
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ডালিম, আটাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক আহসান হাবিব, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের মন্ডল, পৌর স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএস