চট্টগ্রামে আইসোলেশনে থাকা মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশেনে থাকা মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলিম উল্ল্যাহ (৭২) ও আনোয়ারা উপজেলার শিলাইগড়া পাড়ার যুবক শরিফ উদ্দিন। দুজনই করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বলে চিকিৎসকরা জানান।
সোমবার (৬ এপ্রিল) বেলা ৩টার দিকে মুক্তিযোদ্ধা আলীমুল্লাহ মৃত্যু হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার। এর আগে রোববার রাতে মারা যান যুবক শরীফ উদ্দিন।
সম্পর্কিত খবর
করোনা আক্রান্ত সন্দেহে চিকৎসকরা তাদের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।
এদিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর খবরের পর পরই পূর্ব সতর্কতার অংশ হিসেবে শিলাইগড়া পাড়া আমরা লকডাউন করে দিয়েছে।
তিনি জানান, প্রায় ১০০টি পরিবারের বসবাস ওই পাড়ায়। তাদের সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ (সোমবার) ভোর থেকে শিলাইগড়া পড়ায় প্রবেশ কিংবা ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/কেএম