‘ফাঁড়া’ রুবেল অস্ত্র ও মাদকসহ পুলিশের খাঁচায়

যশোরের মণিরামপুরে অস্ত্র ও ইয়াবাসহ রুবেল (৩৪) ওরফে ফাঁড়া রুবেলকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে মণিরামপুর পশু হাসপাতালের সামনে থেকে থানা পুলিশ তাকে আটক করে।
রুবেল পৌর এলাকার কামালপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা করেছে পুলিশ।
সম্পর্কিত খবর
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ভোরে থানার এস আই আব্দুর রহমান ফোর্স নিয়ে সাতনল বাজারে মোবাইল ডিউটিতে ছিলেন। এসময় তিনি গোপন সূত্রে জানতে পারেন ফাঁড়া রুবেল অস্ত্র ও মাদক নিয়ে পশু হাসপাতালের সামনে অবস্থান করছে। তখন তিনি অভিযান চালিয়ে রুবেলকে আটক করেন। রুবেলের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ২০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক রুবেলের বিরুদ্ধে থানায় পূর্বের একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি