‘ডাক্তারদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে’

ডাক্তারদের প্রকৃত সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, গ্রামের অসহায় অবস্থায় মানুষ ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, শেষ সময় তাদের চিকিৎসা দিতে হবে সেবার মানসিকতা নিয়ে। অনেক ক্ষেত্রে ডাক্তাদের ব্যবহারে রোগী ভালো হয়ে যায়। সে দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনউদ্দিন খান মানিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়াম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার,গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আতাউর মিন্টু এবং ডাঃ সুলতান আহমেদ প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি