পদোন্নতিপ্রাপ্ত ১৪ পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন ডিআইজি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ২০:৩৮ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২০:৪৯

ছবি: পূর্বপশ্চিম
বরিশালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে অফিসার ইনচার্জ হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া ১৪ পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাদের র্যাংক ব্যাজ পরানো হয়। এ সময় সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. হাবিবুর রহমান প্রামাণিক, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সালমান হাসান প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/পিআই