সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম খান (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম খানের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউপির তেঁতুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের দেলোয়ার হোসেন তুহিন খানের ছেলে।
তরিকুলের চাচাতো ভাই আসাদুজ্জামান খান বলেন, যশোর সরকারি এমএম কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলো তরিকুল। সংসারে স্বচ্ছতা ফেরাতে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমায় সে। গতকাল শুক্রবার রাতে নিজ কক্ষের এসি মেরামত করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।
এদিকে তরিকুলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সংসারের একমাত্র অবলম্বনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা।
পূর্বপশ্চিমবিডি/পিআই