স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

মাদারীপুরে স্বামী আলহাজ সর্দারকে পিঠার সঙ্গে ওষধ খাইয়ে হত্যার দায়ে আসমা বেগম নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সম্পর্কিত খবর
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জানুয়ারি জেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামের ছাত্তার সর্দারের ছেলে আলহাজ সর্দারকে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী আসমা বেগম পিঠার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে শ্বাসরোধে তাকে হত্যা করে। এ ঘটনায় পরদিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদি হয়ে আসমা বেগম ও তার পরকীয়া প্রেমিক রাব্বি সর্দারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। তবে আরেক আসামি রাব্বিকে তদন্তে মামলা থেকে অব্যাহতি দেন পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/পিআই