বীরগঞ্জে তথ্যপ্রযুক্তি আইনে দুই সাংবাদিক কারাগারে

দিনাজপুরের বীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে আবেদ আলী (৫৫) ও মোশারফ হোসেন নামে দুই সাংবাদিককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রাতে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
সম্পর্কিত খবর
আবেদ আলী পৌর শহরের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি দৈনিক করতোয়া পত্রিকায় বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি। মোশারফ হোসেন একই উপজেলার দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তবে তিনি কোন পত্রিকায় কাজ করেন তা জানা যায়নি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভিন জানান, গ্রেফতারকৃত দুইজন সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে বেসরকারী টেলিভিশন ডিবিসি’র সাংবাদিকের উপর হামলাসহ দুইটি চাঁদাবাজি মামলা রয়েছে।
এ মামলায় তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/পিআই