ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ১১:৫০

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে চরফ্যাশন বাজারের কাইমুদ্দির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহত রফিকুল ইসলাম চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের আব্দুল খালেক দেওয়ানের ছেলে। তিনি চরফ্যান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, রাতে রফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে লালমোহন থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। পথে কাইমুদ্দিন মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/পিআই