ইলিশ পরিবহন করায় ৩ পুলিশ বরখাস্ত

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহন করার দায়ে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে শরীয়তপুর জেলা পুলিশ। তারা হলেন, পুলিশের এটিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও কনস্টেবল হৃদয়।
সম্পর্কিত খবর
পুলিশ সুপার আব্দুল মোমেন আটক হওয়া পুলিশ সদস্যদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে সদর হাসপাতালের সামনে দিয়ে ৪টি মোটর সাইকেলে ইলিশ মাছ নিয়ে যেতে দেখে মোটরসাইকেল আরোহীদের পিছু নেয় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ লাইন্স এর সামনে তাদের গতিরোধ করে তল্লাশি করে ২টি মোটরসাইকেলে থাকা ২টি বস্তাভর্তি অন্তত দুইশ ইলিশ মাছসহ পুলিশের ৩ সদস্যকে আটক করে স্থানীয়রা।
এসময় অপর দুই মোটরসাইকেলসহ বাকি সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে নিয়ে যায় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা।
পূর্বপশ্চিমবিডি/ওআর