বরিশালে মদ্যপানে ৩ যুবকের মৃত্যু

বরিশাল নগরীতে দুর্গোৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত মদ্যপানে তিন যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
সম্পর্কিত খবর
নিহতদের মধ্যে বিকাশ চন্দ্র রায় (৩২) ও সিদ্ধার্থ রায় মিঠু (৩২) বুধবার রাতে এবং রতন চন্দ্র দাস (২৫) বৃহস্পতিবার মারা যান।
বিকাশ চন্দ্র রায় বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার বাসিন্দা নরেন্দ্র নাথ কর্মকতারের ছেলে ও সিদ্ধার্থ রায় মিঠু একই এলাকার জোসিস প্রকাশ রায়ের ছেলে। এছাড়া রতন চন্দ্র দাস বিমানবন্দর থানাধীন গণপাড়ার বাসিন্দা পরিমল চন্দ্র দাসের ছেলে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহত তিন যুবকের মধ্যে ঘনিষ্ট বন্ধুত্ব ছিলো। তারা অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়। পরে বুধবার রাতেই দুইজন ও বৃহস্পতিবার অপর আরেক জনের মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/পিআই