যমুনায় ধরা পড়েছে ২১ কেজির বাঘাইড়
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৩

নাটোরের সিংড়ায় যমুনা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ও ১০ কেজি ওজনের দু’টি বাঘাইড় মাছ। মাছ দু’টি দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে উপজেলা চত্বরে।
সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে যমুনা নদীতে ধরা পরে বিশাল ওজনের বাঘাইড় মাছ দু’টি। যার একটি ২১ কেজি ও অপরটি ১০ কেজি ওজনের।
সম্পর্কিত খবর
মাছ বিক্রেতা মোঃ ইসমাইল বলেন, ভোর রাতে মাছ দু’টি যমুনায় ধরা পড়ে। সেখান থেকে মাছ দু’টি আমি কিনে সিংড়া উপজেলা চত্বরের সামনে বিক্রি করতে এনেছি। ১০ কেজি ওজনের মাছটি সাড়ে ছয় হাজারে বিক্রি হয়েছে। তবে ২১ কেজি ওজনের মাছটি একজন ক্রেতা ১৫ হাজার দাম হাকিয়েছেন। কিন্তু এখনো বিক্রি করিনি। আর একটু বেশি দাম পেলে মাছটি বিক্রি করে দেব।
পূর্বপশ্চিমবিডি/পি.আই