Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬
  • ||

ভোলায় ডোবায় মিলল নি‌খোঁজ দোকান কর্মচারীর লাশ

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৯, ১৪:১৮
ভোলা প্রতিনিধি
প্রিন্ট icon

ভোলায় নি‌খোঁজ হওয়ার এক দিন পর ডোবা থেকে মো. জামাল (৪০) না‌মের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

‌নিহত জামাল সদর উপ‌জেলার উত্তর দিঘলদী ইউ‌নিয়‌নের দিঘলদী গ্রা‌মের নুরুল ইসলা‌মের ছে‌লে ও স্থানীয় ঘুইংগার হাট বাজা‌রের ক্যা‌পে তাজ দো‌কা‌নের কর্মচারী।

রোববার (৬ অক্টোবর) সকালে দৌলতখান উত্তর জয় নগর ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের চর কুমরী গ্রা‌মের একটি ডোবা থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

ভোলা সদর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনা‌য়েত হো‌সেন জানান, নিহত দোকান কর্মচারী মো. জামাল শ‌নিবার দুপুর ১২ টার পর থে‌কে নি‌খোঁজ ছি‌লেন। প‌রিবারের লোকজন অনেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তার সন্ধান পায়নি। প‌রে রোববার সকা‌লে স্থানীয়রা ওই এলাকার এক‌টি ডোবায় তার লাশ ভাস‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

‌তি‌নি আ‌রও জানান, নিহ‌তের শরী‌রে কিছু আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। ত‌বে এটা হত্যা কিনা এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি। ময়না তদ‌ন্তের পর নি‌শ্চিত হওয়া যা‌বে। ত‌বে এখনও বিষয়টি নিয়ে তদন্ত চল‌ছে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচ

ভোলা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত