মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গনি ফরাজী (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) রাতে মঠবাড়িয়া-তুষখালী সড়কের ব্র্যাক অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গনি ফরাজী উপজেলার বান্ধাঘাটা গ্রামের সেলিম ফরাজীর ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সম্পর্কিত খবর
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার রাতে কলেজছাত্র গনি ফরাজী ইজিবাইকযোগে মঠবাড়িয়া থেকে বাড়ি যাচ্ছিলেন। ব্র্যাক অফিসের সামনে এলে ইজিবাইক থেকে মাথা বের করলে পিছন থেকে আসা দ্রুত গতির মাহেন্দ্র গাড়ি গনি ফরাজীর মাথায় আঘাত দিলে মাথা থেতলে গুরুতর আহত হয়। পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহেন্দ্র গাড়ি ও গাড়ির চালক সোলায়মানকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ