প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যাভাবের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এ দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। এখন আমরা অন্য দেশকে খাদ্য সাহায্য করতে পারি।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরে কালীগঞ্জের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক শহীদ ময়েজউদ্দিন আহম্মেদের ৩৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
ড.আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে প্রশংসিত হয়েছে। অপরদিকে বিএনপি সন্ত্রাসী দল। তারা নির্বাচনের আগে হরতাল ও আন্দোলনের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষ হত্যা করেছে। আওয়ামীলীগ সরকার জঙ্গি মাদক, ব্যবসায়ী ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।
তিনি বলেন, প্রয়াত শহীদ ময়েজউদ্দিন আহম্মেদ স্বৈরাচারী বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নেতৃত্ব দিচ্ছেন।আর বিএনপি ক্ষমতায় থাকাকালে লুটপাট ও দূর্নীতি করেছে। এতিমদের টাকা আত্মসাতের কারণে খালেদা জিয়া জেলে বসে সাজা ভোগ করছেন। তারই ছেলে তারেক রহমান মানি লন্ডারিংসহ দূর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হয়েছেন। তিনি এখন লন্ডনে বসে টেলিফোন ও স্কাইপির মাধ্যমে দল চালাচ্ছেন।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি’র সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম. নজরুল ইসলম ও যুগ্ম সধারণ সম্পাদক এড. আশরাফি মেহেদী হাসান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান প্রমূখ।
অনূষ্ঠানে সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ভূইয়া।
পূর্বপশ্চিমবিডি/জিএম