দুদকের অভিযানে সঞ্চয় অধিদপ্তরের কর্মচারী আটক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২

নওগাঁয় ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ সঞ্চয় অধিদপ্তরের এক উচ্চমান সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটককৃত ওই উচ্চমান সহকারীর নাম হাসান আলী।
জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা সঞ্চয় অধিদপ্তরে এ অভিযান চালিয়েছে দুদক। ২ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ