স্বামীর লাশ গাছে ঝুলে, স্ত্রীর পুকুরে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্বামীর লাশ গাছ থেকে ও স্ত্রীকে পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কান্দানিয়া এলাকার বন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার স্বামী ঈমান আলী (৪৫) ও তার স্ত্রী আকলিমা (৪০)।
সম্পর্কিত খবর
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, সকালে উপজেলার কান্দানিয়া এলাকার বন্যা গ্রামের পুকুরে আকলিমা ও গাছ স্বামী ঈমান আলী ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দম্পতির ঘরে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পরিবারের অন্য সদস্যদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
পূর্বপশ্চিমবিডি/পিএস