Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • রোববার, ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬
  • ||

সিরাজগঞ্জের শালুয়াভিটা হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট icon

সিরাজগঞ্জ সদরের শালুয়াভিটা হাটের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী আনিসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত প্রায় ২৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর জানান, সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীবৃন্দ।এর ফলে হাটের দিন রাস্তায় প্রচণ্ড যানজট হয়। জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়। তাই সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা হতে ২৪ জন অবৈধ দখলদার থেকে দখলমুক্ত করতে সকাল থেকে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

দুপুর পর্যন্ত প্রায় ২৪টি উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, সার্ভেয়ার নুরুল ইসলাম ,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ,খোকশাবাড়ী ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আঃ হালিম, সদর থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত