মরা গরুর মাংস বিক্রির দায়ে ১ বছরের জেল

রাজশাহীর চারঘাটে মরা গরুর মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত এক কসাইকে ১ বছরের জেল দিয়েছেন। আটককৃত কসাই উপজেলার অনুপমপুর গ্রামের মোশারফ হোসেন পলানের ছেলে তনজু (৪০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক ও মডেল থানার পুলিশ জানায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে বাঘা উপজেলা থেকে রোগা আক্রান্ত ও মরা গরুর মাংস চারঘাট বাজারে বিক্রি করছে এমন সংবাদ থানা পুলিশের কাছে পৌঁছালে পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে ২২ কেজি পচা মাংসসহ তনজু কসাইকে আটক করে।
সম্পর্কিত খবর
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক কসাই তনজুকে মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত মাংসগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়।
পূর্বপশ্চিমবিডি/পিএস