মণিরামপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ফয়সাল হোসেন (২৩) নামে মণিরামপুরের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে যশোর চুকনগর সড়কের বাজুয়াডাঙ্গা কালিতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
সম্পর্কিত খবর
নিহত ফয়সাল উপজেলার কুয়াদা মোল্যাডাঙ্গা গ্রামের শফিয়ার গাজীর ছেলে। কুয়াদা বাজারে ‘এফ ফ্যাশন’ নামে একটি গার্মেন্টেস’র দোকান রয়েছে তার।
নিহতের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, বিকেলে একটি ভাড়ার মোটরসাইকেল চালিয়ে সুতিঘাটা বাজারে যায় ফয়সাল। সেখান থেকে ফেরার পথে বাজুয়াডাঙ্গা কালিতলায় যশোরগামী একটি ট্রাক তাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পরে গুরুত্বর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ফয়সালের।
মেম্বার জানান, ট্রাকটি ফয়সালকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাক আটকাতে না পারায় তারা থানা পুলিশ করেননি।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ