Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬
  • ||

নাগেশ্বরীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট icon

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে বড়শী দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব খান (৫৫)।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী (৫০) ও মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফাকে (২০) আটক করেছে পুলিশ। নিহতের দুই মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি পুকুর রয়েছে। নিজেদের পুকুরে বড়শী দিয়ে একটি মাছ ধরে ওহাব। পরে মোহাম্মদ আলী ও তার ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবি করলে কথা কাটাকাটি শুরু হয়। এতে দুই পরিবারে সংঘর্ষ লেগে ওহাব গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে আটক দেখানো হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচ

কুড়িগ্রাম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত