Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

নেত্রকোনায় পৃথক স্থানে সাপের কামড়ে দু’জনের মৃত্যু 

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট icon

নেত্রকোনায় পৃথক স্থানে সাপের কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- খালিয়াজুরী উপজেলার চন্দন দাস এবং কলমাকান্দা উপজেলার রুবেল মিয়া। চন্দন দাস নেত্রকোনা সদরের কান্দুলিয়া গ্রামে বসবাস করতো। সে কান্দুলিয়া এলাকায় একটি সেলুনে কাজ করতো।

পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রাত ১২টার দিকে চন্দন দাস প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হলে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে খালিয়াজুরী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যায়।

অপরদিকে ভোরে কলমাকান্দায় সাপের কামড়ে রুবেল মিয়া নামে এক দিনমজুর নিহত হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায় ভোর রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল মিয়া উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিম খানের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত