Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১ আশ্বিন ১৪২৬
  • ||

মুক্তমঞ্চের আয়োজনে চট্টগ্রামে শুক্রবার ‘সংস্কৃতির ষোলকলা’

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৯, ১৮:১৪
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট icon

এইসময়ের কিছু সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা তরুণ-তরুণী ফেসবুকে মুক্তমঞ্চ (দ্যা প্লাটফর্ম) নামে একটি গ্রুপ গড়ে তুলে নিজেদের মধ্যে সৃজনশীল ভাবনা বিনিময় শুরু করেন কয়েকমাস। অল্পদিনের মধ্যেই গ্রুপটির সদস্য সংখ্যা বেড়ে যায়। গ্রুপের সদস্যরা এরই মধ্যে বেশ কয়েকবার নিজেদের মধ্যে ঘরোয়া আড্ডায় মিলিত হয়। এসব আড্ডায় সাহিত্য চর্চা, দেশীয় সংস্কৃতির বিকাশ ও অপসংস্কৃতি থেকে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষার বিষয়ে আলোচনা হয়। মুক্তমঞ্চের সদস্যরা নিজেদের উপলব্ধি থেকে সাহিত্য চর্চা ও আপন সংস্কৃতিকে বেগবান করার লক্ষ্যে একটি সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেছে চট্টগ্রামে।

‌‌‘সংস্কৃতির ষোলকলা’ নামে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক এই আড্ডা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদের শেফটুডে রেস্টুরেন্টে । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম ওমেন্স চেম্বার ওফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেনট আবিদা মোস্তাফা। বিকেল ৪টায় প্রধান অতিথি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকছে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা,গল্পপাঠ, আবৃত্তি আর গান। আদনীন কুয়াশার সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে থাকছেন নুসরাত জাহান ও নাসরীন আক্তার তুহিন।

পূর্বপশ্চিমবিডি

মুক্তমঞ্চ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত