খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহিদা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
সম্পর্কিত খবর
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শাহিদা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।
এ পর্যন্ত খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/পিএস