Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

যৌন হয়রানি: ফেসবুক পোস্টে বাসসহ হেলপার আটক

প্রকাশ:  ২২ আগস্ট ২০১৯, ২৩:৩২ | আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২৩:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

একটি ফেইসবুক পোস্টের সূত্র ধরে এক বাস চালকের সহকারীকে খুঁজে বের করে নারী যাত্রীকে যৌন হয়রানির দায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার দুপুরে বিআরটিএ’র চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক অভিযান চালিয়ে আমীর হোসেনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই শাস্তি দেন।

দণ্ডিত আমীর নগরীর ১০ নম্বর রুটে চলাচলকারী চট্টগ্রাম মেট্রো জ ১১-১৬০৫ নম্বরের বাসটির চালকের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একজন নারী যাত্রী ওই বাসে ওঠার সময় তাকে স্পর্শ করেন আমীর হোসেন।

“ওই ম্যাজিস্ট্রেট মনজুরুল হক বলেন, নারী যাত্রী প্রতিবাদ করায় তার সাথে খারাপ ব্যবহার করে আমীর। এরপর আরও কয়েকজন নারী যাত্রী বাসে ওঠার সময় সে একইভাবে তাদেরও স্পর্শ করে। এতে কয়েকজন যাত্রী প্রতিবাদ করলে আমীর উত্তেজিত হয়ে ওঠে।

ওই নারীর একজন সহযাত্রী ফেসবুকে আমীর হোসেনের ছবি ও বাসটির ছবিসহ ঘটনাটি উল্লেখ করে একটি পোস্ট দেন। পাশাপাশি বিআরটিএ’র ফেইসবুক পেইজেও বিষয়টি তুলে ধরেন।

“ঘটনা জানতে পেরে আজ সকাল থেকেই বাসটির অবস্থান জানার চেষ্টা করি। পরে বাসটিকে দামপাড়া পুলিশ লাইন এলাকায় আটক করি। কিন্তু আমীর হোসেন আজ ওই বাসে ছিল না। সে অন্য একটি বাসে কাজ করছিল। পরে তথ্য নিয়ে ওই বাসটি দামপাড়া পুলিশ লাইনের সামনে আসলে তাকে আটক করা হয়।”

এ ঘটনায় আমীর হোসেনকে দণ্ডবিধির ৫০৯ ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বাসটিও আটক করা হয়েছে বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/ এআর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত